Perfect Money তে Account Open করুন খুব সহজ়ে

এখন আপনার Perfect Money Account Verify করতে নিচের Document গুলো লাগবে যা আমি আগের পোষ্টেও বলেছি আবারও বলছি ।

১। National ID Card বা Passport বা Driving License এর Scan Copy।আইডি কার্ড এর নাম আর PM একাউন্ট এর নাম যাতে Same থাকে।
২।যে কোন বিলের কাগজের Scan Copy যেমন পানির বিল বা গ্যাস বিল বা ব্যাংক এর স্টেটমেন্ট বা ফোন বিল ।যেটাই পারেন  তবে খেয়াল রাখবেন , ID কার্ড এর নাম আর বিল এর কাগজের নাম যাতে একই থাকে আর ইংরেজিতে থাকে  আর Address টাও ইংরেজিতে লেখা থাকে ।মূলত এই বিলের কাগজ দিয়ে আপনার Address ভেরিফাই করা হবে।

***আমাদের অনেকেই আছে যাদের হয়ত বয়সের কারণে উপরের Document গুলো নাই তারা আপনার পরিবারের যার নামে এই Document গুলো আছে তাদের Document দিয়ে একাউন্ট খুলতে পারবেন। কোন সমস্যা হবে না।** 


যাদের Perfect Money Account এর নাম আর Address এর সাথে যদি আপনার Document এর মিল না থাকে তবে  আপনার একাউন্ট ভেরিফাই হবে না। শুধু শুধু সময় নষ্ট হবে। তার চেয়ে আপনার হাতের Document এর Name আর Address এর মত করে আরেকটি একাউণ্ট খুলে নিয়ে তারপর ভেরিফাই করতে আসুন।

আবার আসুন দেখে নিন কিভাবে Perfect Money একাউন্ট ভেরিফাই করে নিবেন।


১ম ধাপঃ Perfect Money একাউন্টে Login করে Settings এ যান।Account Verification of perfect Money
তারপর সেখানে গিয়ে লাল রংয়ে লিখা Verification Management এ ক্লিক করুন।
Verify Perfect Money Account
২য় ধাপঃ তারপর সেখানে Name Verification, Address Verification, Phone Verification অপশন পাবেন।


Name Verification অপশন এ আপনার National ID Card/Passport/Driving License এর যে কোন একটির Scan কপি Upload করে দিন। perfect money account verifyএকই ভাবে আপনার address Verification এর অপশন থেকে যেকোন বিলের কাগজ যেটাতে ইংরেজীতে Address লেখা আছে সেটা আপলোড করে দিন।
ব্যস, এবার ১-২ দিন অপেক্ষা করুন ...।।
আপনার নাম আর এড্রেস ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি আপনার Phone Verification করতে পারবেন। তার জন্য আপনার Mobile Number দিয়ে সাথে সাথে করে ফেলুন।

তারপর আপনি আপনার একাউন্টে গেলে দেখবেন সব Verified নিচের মত।
পারফেক্ট মানি Verification
এভাবে আপনি আপনার Perfect Money Account খুব সহজে Verify  করতে পারবেন।যার ফলে আপনার Transfer fee কমে হবে ২% থেকে .৫% হয়ে যাবে।


কিভাবে আপনি Perfect Money একাউণ্ট থেকে টাকা তুলবেন 

১ম পদ্ধতি ঃএর জন্য আপনার Perfect Money Account এ 
লগিন করুন তারপর Withdraw অপশন টি ক্লিক করে Bank Wire 
সিলেক্ট করুন আর একটি ফরম আসবে।Perfect Money Dollar Sell in Bangladesh
তারপর সেই ফর্মে আপনার Bank Account এর নাম আর Details  
দিয়ে কত ডলার তুলবেন তা ঠিক করে দিন। ঠিকঠাক ভাবে পূরন করে দিন। 
১৫-৩০ দিনের মধ্যে টাকা চলে আসবে আশা করি।
 perfect money dollar sell bd
যদিও Perfect Money সরাসরি Bank wire দিবে না, 
তারা মূলত Exchanger দিয়ে আপনার ব্যাংক এ টাকা টা দিবে তাই মাঝে 
মাঝে একটু ঝামেলা হতে পারে তাই প্রথমে অল্প দিয়ে try করে দেখুন।

এবার আসুন জেনে নিন 
২য় পদ্ধতি ঃ এই পদ্ধতিতে আপনি আরেক জনের Perfect Money 
একাউন্টে আপনার ডলার Transfer  করেও টাকা পেতে পারেন 
এবং সেটা সাথে সাথেই। আগে দেখে নিন কিভাবে transfer  করবেন।
PM Account এ লগিন করে Send Money তে ক্লিক করে 
Single Payment এ ক্লিক করুন।bd dollar sell perfect money
তারপর যাকে পাঠাবেন তার ওয়ালেট ID বসিয়ে সেন্ড করে দিন। 
withdraw pm in Bangladesh
এখন আপনি মনে করতে পারেন আপনি কাকে PM ডলার দিবেন 
আর সেই বা কেন আপনাকে টাকা দিবে ?

এবার ব্যাখ্যা টা শুনুন। আপনি যেমন পারফেক্ট মানি Use  করেন তেমনি 
আপনার আশে পাশে পরিচিত অনেক Freelancer  আছে তারাও দেখুন 
পারফেক্ট মানি ব্যবহার করে। তাদের অনেক সময় ডলার দরকার হয় 
নানা কাজে যেমন domain buy, hosting buy, online worker hire 
সহ আরো অনেক কাজে। কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে ডলার লোড 
দেয়ার কোন সিস্টেম না থাকায় আপনার মত যারা ডলার সেল করবে 
তাদের কাছ থেকে নিতে হয়। এতে আপনারও যেমন ডলার টা বিক্রি হল 
তেমনি যে কিনবে তার প্রয়োজনীয় ডলার টা কেনা হল আর আপনিও সাথে 
সাথে টাকা টা পেয়ে যাবেন। তবে অবশ্যই অপরিচিত লোক এর সাথে কোন 
লেন দেন করবেন না, তাহলে দেখবেন আপনার ডলার নিয়ে যাবে কিন্তু 
আপনাকে টাকা দিবে না তখন আপনার কিছু করার থাকবে না।


No comments

Powered by Blogger.