HOW TO CREATE NETELLER ACCOUNT {জেনে নিন কিভাবে নেটেলার এ অ্যাকাউন্ট করতে হয়}





জেনে নিন কিভাবে নেটেলার এ অ্যাকাউন্ট করতে হয়

 

১ .প্রথমে  আপনাকে  একটা  একাউণ্ট খুলতে হবে ।আর এখানে আমি একাউণ্ট খুলতে Government আইডি কার্ড ব্যাবহার করব । লিঙ্ক নিচে দেওয়া হল








২ .সাইন আপ অপশন এ গেলে আপনি নিচের ছবির মত দেখতে পাবেন ।
এখানে  কান্ট্রি ,মেইল আড্রেস , ডিজেয়ার একাউন্ট কারেন্সি  এগুলো পূরন করুন । তারপর  কন্টিনিউ  তে ক্লিক করুন ।
৩ .  এবার আপনি নিচের মত দেখতে পাবেন ।
এখানে আপনার  first নেম , লাস্ট নেম , স্ট্রিট আড্রেস , সিটি  ,রিজন  , পোস্টকোড , ফোন নাম্বার , জন্ম তারিখ  ইত্যাদি  ডাটা  আপনি যে Government আইডি কার্ড দিয়ে খুলতে চান  ঠিক তার মত হতে হবে । এটা খুবই গুরুত্তপূর্ন । ডাটা সঠিক না হলে আপনার একাউণ্ট এপ্রুভ হবে না ।
৪ . তারপর  কন্টিনিউ  তে ক্লিক করুন । নিচের মত দেখতে পাবেন ।
এই  পেজ টি সেভ করে রাখুন ।একাউণ্ট আইডি এবং সিকিউরড আইডি  দুটি আপনার কাজে লাগবে । এবার আপনি আপনার মেইল এ গিয়ে দেখতে পবেন কনফ্রিমেশন মেইল. নিচের মত করে ।

সাইন ইন করুন ।
৫ .এবার নিচের মত দেখতে পাবেন ।
 এখানে net+card এ ক্লিক করুন । তারপর ,নেটলার অথরিটি  আপনার  আইডেনটিটি ভেরিফাই  করতে বলবে ।
ভেরিফাই ইওর  একাউণ্ট এ ক্লিক করুন ।তারপর  সাবমিট  ইওর আইডেনটিটি  ডকুমেন্টস  পেজ দেখতে পাবেন ।
এখানে ডকুমেন্ট টাইপ   সিলেক্ট  করুন Government আইডি কার্ড এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড  এর স্ক্যান্ড কপি আপলোড করুন  ।
৬ .  আপলোড শেষ হলে  সাবমিট  আপলোড ডকুমেন্ট এ  ক্লিক করুন  ।
সব ঠিক থাকলে তিন দিনের ভিতর আপনার  আপ্লিকেশন এপ্রুভ হবে ইনশাল্লাহ । এপ্রুভড মেসেজ আপনার মেইল এ পাবেন  ।
নেটলার মাস্টার কার্ড আসতে যত দিন লাগবে তত দিন আপনি আপনার প্রয়জনীয় কাজ চালাতে পারবেন নেটলার ভারচুয়াল কার্ড এর মাধ্যমে । এটা কোনো  প্লাস্টিক কার্ড না । যে সব ওয়েব সাইট  এ মাস্টার কার্ড এর সুবিধা আছে সেসব সাইট এ আপনি এটা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন । ভারচুয়াল কার্ড এর নাম্বার পেতে  আপনার সিকিউরড আইডি লাগবে ।   আপনি  নেট+কার্ড এ ক্লিক করলে ভারচুয়াল কার্ড এর অপশন  পাবেন , যেখানে এন্টার ইওর সিকিউরড আইডি এবং আইডি এর জন্যে টেক্সট ফিল্ড দেখাবে ,সেখানে সিকিউরড আইডি দিয়ে  View Card Number এ ক্লিক করুন ।

[নোট :  নেটলার ভারচুয়াল কার্ড এর নাম্বার  আপনি আনভেরিফাইড  অবস্থাতেও পাবেন ]

তারপর আপনি আপনার Virtual Card এর নাম্বার দেখতে পাবেন । এটা দিয়ে আপনি  ইন্টারনেট এর  সব  কাজ চালাতে পারবেন ।তারপর যখন  আপনার প্লাস্টিক কার্ড হাতে পাবেন  তখন  সেটা  এক্টিভ  করুন আর নেটলার মাস্টার কার্ড এর সুবিধা উপভোগ করুন  । এবার যেভাবে প্লাস্টিক মাস্টার কারড এক্টিভ করবেন তা দেখাব । এটা খুবই সহজ কাজ ।


যখন  আপনি net+card এ ক্লিক করবেন এক্টিভ দিস কার্ড অপশন পাবেন । সেখানে ক্লিক করলে কার্ড নাম্বার ও CVV নাম্বার চেয়ে দুটো টেক্সট ফিল্ড আসবে । CVV নাম্বার আপনি কার্ড এর পেছনে পাবেন তিন ডিজিটের নাম্বার শেষে থাকে যেটা । 
          

উইথড্র দিতে কত চার্জ প্রযোজ্য হবে

অনেকেই জানতে চায় Mastercard দিয়ে ATM BOOTH থেকে ডলার Withdraw দিলে কি পরিমান চার্জ কাটবে।

যে পরিমান চার্জ কাটবে  ঃ ফিক্সড ফী ৬$ + ২.৯৯% of Total dollar you want to withdraw

ধরুন আপনি ২০০ ডলার উইথদ্র দিবেন তাহলে মোট চার্জ কাটবে  ঃ ৬$ + ৬$ ( ২০০ ডলার এর ২.৯৯ % হল ৬$)
অর্থাৎ আপনি ১৮৮ টাকা পাবেন।

আপনি যদি ইউএসএ থেকে USD উইথদ্র দেন  তাহলে শুদু ফিক্সড ফী ৬$ ই প্রযোজ্য হবে।
আপনি যদি ইউরপিয়ান কোন দেশ থেকে Euro উইথদ্র দেন তাহলে শুদু ফিক্সড ফী ৬$ ই প্রযোজ্য হবে।

No comments

Powered by Blogger.