FREE তে নিন নেটলার মাস্টার কার্ড




1.প্রথমে আপনাকে একটা account খুলতে হবে আর এখানে আমি account খুলতে Government ID Card ব্যাবহার করব । আপনি চাইলে আমার referral এ অথবা referral ছাড়াই Neteller Account খুলতে পারেন যেটা আপনার খুশি নিচে দুটো লিঙ্কই দেওয়া হল 
লিঙ্ক : My referral or Neteller .

2.সাইন আপ option এ গেলে আপনি নিচের ছবির মত দেখতে পাবেন 

এখানে country ,email address, desired account currency এগুলো পূরন করুন । তারপর continue তে clickকরুন 

3. এবার আপনি নিচের মত দেখতে পাবেন 

এখানে আপনার First Name, Last Name, Street address, City ,Region , Postcode , Phone Number, Date of Birth etc. ডাটা আপনি যে Government ID Card দিয়ে খুলতে চান ঠিক তার মত হতে হবে । এটা খুবই গুরুত্তপূর্ন । ডাটা সঠিক না হলে আপনার account approve হবে না 

4.Continue Button click করলে আপনি নিচের মত দেখতে পাবেন । 

এই page টি save করে রাখুন । Account ID & Secure ID দুটি আপনার কাজে লাগবে । এবার আপনি আপনার mail এ গিয়ে দেখতে পবেন confirmation mail. নিচের মত করে 
Sign in করুন   
5.এবার নিচের মত দেখতে পাবেন 

এখানে net+card এ click করুন । তারপর , NETELLER Authority আপনার identity verify করতে বলবে 


Verify Your Account এ ক্লিক করুন তারপর Submit Your Identity Documents page দেখতে পাবেন 

এখানে document type select করুন Government ID Card এবং front side & back side এর scanned copy upload করুন 

6. Upload শেষ হলে Submit upload document এ click করুন 
Upload হয়ে গেলে এবারের মত আপনার কাজ শেষ সব ঠিক থাকলে তিন দিনের ভিতর আপনার Application approved হবে ইনশাল্লাহ । Approved message আপনার mail এ পাবেন  
Master Card আসতে যত দিন লাগবে তত দিন আপনি আপনার প্রয়জনীয় কাজ চালাতে পারবেন Neteller
Virtual Card এর মাধ্যমে । এটা কোনো Plastic Card না । যে সব website এ Master Card এর সুবিধা আছে সেসব site 
আপনি এটা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন । Virtual Card এর Number পেতে আপনার Secured ID লাগবে 
আপনি net+card এ ক্লিক করলে Virtual Card এর Option পাবেন যেখানে enter your secure ID & ID এর জন্যে text field দেখাবে ,সেখানে secure Id দিয়ে View Card Number এ ক্লিক করুন 


তারপর আপনি আপনার Virtual Card এর Number দেখতে পাবেন 
  

[Note :  Neteller Virtual Master Card এর বড় সুবিধা হল এই Virtual Master Card এর number আপনি Unverified অবস্থাতেও পাবেন ]

এটা দিয়ে আপনি internet এর সব কাজ চালাতে পারবেন তারপর যখন আপনার Plastic Master Card হাতে পাবেন তখন সেটা Active করুন আর Neteller Master Card এর সুবিধা উপভোগ করুন । আজ এখানেই শেষ করলাম 

সবশেষে একটাই কথা বলার আছে কোনো প্রকার ভূল হলে আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন । আমি যাতে ভালো tune আপনাদের উপহার দিতে পারি তার জন্য দোয়া করবেন Have a nice time…


No comments

Powered by Blogger.